বন্যাদুর্গতদের পাশে আলীম ইন্ডাস্ট্রিজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২২, ১০:৪১:২২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সিলেটের এ কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে সচেতন থাকার দৃষ্টান্ত রয়েছে। এই সময়ে সিলেটের বন্যা পরিস্থতিতে বন্যাদুর্গত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আলীম ইন্ডাস্ট্রিজ তাই তাদের সহায়তায় এগিয়ে এসেছে।
গতকাল ২৯ মে রোববার সিলেটের জকিগঞ্জের ৩ নং কাজলশাহ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আলীম ইন্ডাস্ট্রিজ।
কোম্পানির চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী নিজে উপস্থিত থেকে গ্রামের বন্যার্থদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাইয়াজ আলীম চৌধুরীসহ অন্যান্যরা।