ফেঞ্চুগঞ্জের ছাত্রলীগ নেতা ইমরান খান রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ১:৫৮:২৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান খাঁন রুবেল আজ বৃহস্পতিবার ২৬ মে বেলা পৌণে এগারটায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। (সূত্র : গ্লোবাল প্লাস ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের এফবি স্ট্যাটাস)।
জানা যায়, এলাকার সুপরিচিত মুখ ইমরান একটি মিনিবাস (হাইএস) যোগে তার ভাতিজিকে নিয়ে চিকিৎসার জন্যে ভারতের উদ্দেশে যাওয়ার পথে আজ বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। দিগন্ত বাসের সাথে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। দ্রুত ইমরানকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জের রাজনপুরে ইমরান আহমদ খানের বাড়ি। তার এ অকাল মর্মান্তিক মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু সংবাদমাধ্যমকে জানান, দিগন্ত পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। একটি মাইক্রোবাস যাচ্ছিল ঢাকায়। বিজয়নগরে এ দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে।



