এখন সবচেয়ে বেশি চাপে ইউক্রেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ১২:২৮:০৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে সবচেয়ে বেশি চাপে আছে ইউক্রেন। এ তথ্য জানিয়েছেন দোনবাসে থাকা বিবিসির সাংবাদিক জেরেমি বাওয়েন।
যখন যুদ্ধ শুরু হয় তখন রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভ দখল করতে চেয়েছিল। সকলে ভেবেছিল রুশ সেনারা কিয়েভে ঢুকে পড়বে।
কিন্তু বর্তমানে রাশিয়া রাজধানীর আশপাশ থেকে চলে এসেছে। বলতে গেলে সেখানে তারা যুদ্ধে হেরে গেছে। তাছাড়া অন্যান্য অঞ্চল থেকেও নিজেদের সেনাদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। অপরদিকে মারিউপোলে ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করেছে। ফলে রাশিয়া এখন দোনবাসে তাদের পূর্ণ মনোযোগ দিতে পারবে।
বর্তমানে রাশিয়া যা করছে তা হলো বেশ কয়েকটি বড় শহরকে ঘিরে ধরছে। সেভারোদোনেৎস্ক এই শহরগুলোর মধ্যে সবচেয়ে বড়।
এই শহরটি পুরো ইউক্রেনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ। কিন্তু রাজনৈতিকভাবে যুদ্ধে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেভারোদোনেৎস্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এখন মনে হচ্ছে যে পশ্চিমারা যেসকল অস্ত্র পাঠিয়েছে-বিশেষ করে যুক্তরাষ্ট্রের বৃহদাকার হোইটজারসহ আরও অস্ত্র-সেগুলো দোনবাস বা এ অঞ্চলগুলোতে পৌঁছায়নি।
রাশিয়ার সেনারা বিশাল সেনা নিয়ে আসছে। আর এটি এখন কাজে দিচ্ছে।




