ইমরান খানের বহর ইসলামাবাদে, সুপ্রিম কোর্ট বলেছে আজাদি মার্চ না ঠেকাতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২, ৯:৩৮:১৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আজাদি মার্চ নিয়ে বৃহস্পতিবার ভোরবেলা ইসলামাবাদে প্রবেশ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি ডি-চকের দিকে অগ্রসর হন। সেখানে অবস্থান নেবেন তিনি। যতক্ষণ পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, ততক্ষণ সেখানে অবস্থান করার প্রত্যয় ঘোষণা করেছেন ইমরান। সরকারের সব বাধা উপেক্ষা করে তিনি খাইবার পখতুনখাওয়া থেকে লংমার্চের সূচনা করেছেন।
এমন অবস্থায় শাহবাজের ফেডারেল সরকার ‘গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো রক্ষা করতে’ রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ একটি প্রজ্ঞাপন টুইট করে বলেছেন, ‘সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।’
‘যে ভবনগুলো সুরক্ষিত হবে তার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক ছিটমহল,’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোর গতকাল বিকেলে। ইমরান খানের ‘আজাদি মার্চ’ ঠেকাতে কঠিন অবস্থান নিয়েছে সরকার। পিটিআই নেতাকর্মীরাও নাছোড়বান্দা। কিন্তু ইমরানের সমর্থকরা বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড পার হয়ে মার্চ অব্যাহত রেখেছে। আর তাতে বাধা দেয়াতেই রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোরের বিভিন্ন সড়ক। লাহোরের বাটি চক এলাকায় পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পরে পুলিশ। মিছিল লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। লাহোরে পিটিআই’র নেতারা সকল কর্মীদের বাটি চকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। এখান থেকেই রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা।
তবে জিও টিভি জানিয়েছে, ওই এলাকায় ইমরান সমর্থকরা এলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। বর্তমানে পিটিআই কর্মীদের সরিয়ে রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। তবে টুইটারে পাকিস্তানের সাবেক জ্বালানী মন্ত্রী হামাদ আজহার জানিয়েছেন যে, তিনি এরইমধ্যে বাটি চকে পৌঁছেছেন।
পুলিশ পিটিআই নেতাদের আটকাতে ব্যারিকেড এবং চেকিং অব্যাহত রেখেছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদের গাড়ি আটকে দিয়েছে পুলিশ। এক ভিডিওতে দেখা গেছে, এসময় পিটিআই সমর্থকরা পুলিশকে গালাগাল করছে এবং ইয়াসমিনের গাড়ির চাবি ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে। বাটি চক এলাকা থেকে ১০ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে পিটিআই চেয়ারম্যান ইমরান খান ঘোষণা করেছেন যে, তিনি হেলিকপ্টারে করে ওয়ালি ইন্টারচেঞ্জে পৌঁছেছেন। যাত্রার আগে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এতে তিনি দেশের জনগণকে তার মার্চে যোগ দেয়ার আহ্বান জানান। আজাদি মার্চ থামাতে ইমরানকে গ্রেপ্তারের পরিকল্পনা রয়েছে বলে পাক গণমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে।
এদিকে গতকাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে, পিটিআইকে তাদের প্রতিবাদ – আজাদি মার্চ করতে দিতে ইসলামাবাদে। সরকারকে বলেছে পিটিআই নেতাকর্মীদের গ্রেফতার না করতে।




