উন্নত যুক্তরাষ্ট্র অসহায় বন্দুকধারীর কাছে, এ বছরই ২৭টি স্কুল হত্যাকাণ্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২২, ২:০২:২৮ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : উন্নত দেশ যুক্তরাষ্ট্র। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানে জনসাধারণ তাদের বাচ্চাদের নিয়ে আতংকে দিন কাটাচ্ছে। বিজ্ঞান চর্চায় শীর্ষে থাকা এই দেশটিতে এখন কখন কোথায় অপেন ফায়ার শুরু হয়, ঠিক নেই।
দেশটিতে এ বছর সাতাশ স্কুল হত্যাকাণ্ড হলো। ‘দি গান ভায়োলেন্স আর্কাইভ’ দেখিয়েছে, এ বছর ২১২ হত্যাকাণ্ড হয়েছে বন্দুকধারীর নির্বিচার গুলিতে দেশ জুড়ে বিভিন্ন স্থানে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রতিযোগী হিলারি ক্লিনটন।
মঙ্গলবার ওই ঘটনার পর তিনি এক টুইট বার্তায় লেখেন, “আমরা দিন দিন যন্ত্রণাকাতর একটি জাতিতে পরিণত হচ্ছি।”
বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি বলেন, “আমাদের আইনপ্রণেতাদের এখন দরকার আমেরিকায় বন্দুক সহিংসতার এই অভিশাপ বন্ধ করা, যা আমাদের শিশুদের নির্বিচারে হত্যা করছে।”
তিনি বলেন, “ভাবনা আর প্রার্থনাই যথেষ্ট নয়। বছরের পর বছর পর এ বিষয়ে কিছুই করা যায়নি। এখন আমরা একটি যন্ত্রণাকাতর আর্তনাদের জাতিতে পরিণত হচ্ছি।”
উল্লেখ্য, উল্লেখ্য, রব এলিমেন্টারি স্কুলে এই বন্দুক হামলার ঘটনায় এক শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছে। এছাড়া হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “দেশজুড়ে বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দেন, গল্প শোনান, গান শোনান- কিন্তু তাদের মনের মধ্যে চিন্তা, আগামীকাল তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর, কিংবা কোনও মুদি দোকান বা খোলা জায়গায় নিয়ে যাওয়ার পর, তাদের সঙ্গে কী ঘটবে তা নিয়ে চিন্তায় থাকেন তারা।”
কেন মানুষ তথাকথিত ‘উন্নত’ হয়ে অসভ্য হিংস্র হয়ে উঠছে? কেন মানুষ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত? কেন জাতি বিদ্বেষ? কেন বর্ণবাদ? বিস্ময়কর সত্য হলো, এসব প্রশ্নের উত্তর ‘উন্নতদের’ কাছে তালাশ না করে ‘অনুন্নতদের’ কাছে সন্ধান করলে পাওয়া যাবে। কারণ তথাকথিত ‘উন্নত’ রাষ্ট্র বিশ্বব্যাপী রাষ্ট্রীয় সন্ত্রাসে ও হত্যাকাণ্ডে লিপ্ত বছর জুড়ে। ওবামারা হিলারিরা নিজেদের কর্মফলের কারণে আজ যন্ত্রণাকাতর, অসহায় – পঙ্গু।




