ফের ঢাবি ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, ৩ গুরুতর আহত, আশংকাজনক ১, পরিস্থিতি থমথমে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৫:৩০:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার ২৪ মে সকালে ঢাবি ছাত্রদল-ছাত্রলীগ প্রথম দফা সংঘর্ষে জড়ানোর প্রায় দুই ঘণ্টা পরে ফের সংঘর্ষ বাঁধে। ৩ জন গুরুতর আহত হয়েছেন। একজনের অবস্থা আশংকাজনক। ক্যাম্পাস পরিস্থিতি থমথমে।
প্রত্যক্ষদর্শী জানায়, প্রথম দফা সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল থেকে শহীদুল্লাহ হলের দিকে যায়। তখন সাড়ে ১১টার দিকে টিএসসি থেকে বিভিন্ন হল ছাত্রলীগের অন্তত তিন শতাধিক নেতাকর্মী ঢাকা মেডিকেল ও কার্জন হলের দিকে লাঠিসোটা নিয়ে এগিয়ে যায়। এক পর্যায়ে ছাত্রলীগ হামলা চালালে দোয়েল চত্বরের দিকে আবারও সংঘর্ষ বাধে।
ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, ‘সকাল সাড়ে ১০টার যে সংবাদ সম্মেলনটা আমরা করতে পারিনি সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। ঢাকা মেডিকেল থেকে শহীদুল্লাহ হলের দিকে যাওয়ার সময় দোয়েল চত্বরে আমাদের উপর ছাত্রলীগ আবারও সশস্ত্র হামলা চালায়। এ সময় ইট পাটকেল ছোঁড়াছুঁড়ি হয়। আমাদের অনেকেই আহত হয় এবং বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।’
তিনি বলেন, ‘এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটা দল একপাক্ষিক কতক্ষণ মার খেতে পারে। ক্যাম্পাসে ছাত্রলীগের যেমন অধিকার রয়েছে আমাদেরও তেমন অধিকার রয়েছে। আমরাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’
ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফি ইসলাম বলেন, ‘হামলায় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ আমাদের তিনজন গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।’




