সিলেটে বন্যা : ২২ কোটি টাকার ক্ষতি মাছ খামারিদের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৯:০৭:২০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : সিলেটে এক সপ্তাহের ভয়াবহ বন্যায় মাছ খামারিদের প্রায় ২২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে খামারের মাছ ভেসে যাওয়ার ক্ষতি তো আছেই, আছে অবকাঠামোগত ক্ষতিও। জানা যায়, ১৯ হাজার খামারের মাছ ভেসে গেছে বানের পানিতে।
সংশ্লিষ্টরা বলছেন, খামারিদের ক্ষয়ক্ষতির বিষয়টি ওপর মহলে অবহিত করা হয়েছে। সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সোমবার জানান, বন্যায় ১৫ হাজার ১৬৩ জন মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ অন্তত ২১ কোটি ৭৩ লাখ টাকা। মত্স্য অফিসের তথ্যানুসারে, এবার বন্যায় মৎস্য খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জৈন্তাপুর, জকিগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলায়। ক্ষতিগ্রস্ত মাছচাষিরা বলছেন, এতবড় ক্ষতি কাটিয়ে উঠতে তাদের সরকারি প্রণোদনা প্রয়োজন।




