যেসব শিক্ষক স্কুল ফাঁকি দেন তাদের শাস্তির বিধান রাখা উচিত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ১০:৪০:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : যে সকল শিক্ষক স্কুল ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা উচিত। গাজীপুর জেলার ৫ হাজার শিক্ষকের মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করেন অল্পসংখ্যক শিক্ষক। সবাই যার যার জায়গা থেকে সঠিকভাবে কাজ করলে লেখাপড়ার মান আরও ভালো হতো। তবে বেশির ভাগ শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, আসলেও ঠিকমতো ক্লাস করেন না বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার ২১ মে সকালে গাজীপুর জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।




