ভারতে অ্যাওয়ার্ড পেলেন ইলিয়াস কাঞ্চন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২, ১১:৩২:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ভারতে রাজ্জাক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কর্মাস’ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নায়করাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড-এ ভূষিত করেছে।
শনিবার (২১ মে) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে সাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে ইলিয়াস কাঞ্চনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে সংস্থার শীর্ষ কর্মকর্তা তপন রায় খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এই সম্মাননা নিতে শনিবার সকালেই কলকাতায় পৌঁছবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এই অভিনেতা ছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন নামি অভিনেতা-অভিনেত্রীকেও এবার নানা বিষয়ে সম্মাননা দেওয়ার কথাও জানান তিনি।
২০১৮ সালে বর্ষীয়ান অভিনেতা আলমগীর এবং ২০১৯ সালে অভিনেত্রী কবরী সারোয়ারকেও নায়করাজ রাজ্জাক সম্মাননায় ভূষিত করা হয়। করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে পুরস্কার অনুষ্ঠান করতে পারেননি আয়োজক সংস্থা। চলতি বছর নিয়ে সংস্থাটি ৭ বছরের মতো এ পুরস্কার বিতরণীর আয়োজন করতে চলেছে।
২০১৭ সালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক।
পরের বছরই কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কর্মাস মহানায়কের নামে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডের চালু করে। প্রথম বছর এ স্বীকৃতি পান বাংলাদেশের অভিনেতা আলমগীর।