আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ আসছে বৃহস্পতিবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২, ৮:৫৭:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : লন্ডন থেকে বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আসছে। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতাকে চির নিদ্রায় শায়িত করা হবে।
শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আব্দুল মোমেন জানান, সোমবার লন্ডনে সরকারি অফিস খুলবে। সেদিনই তার (আবদুল গাফ্ফার চৌধুরী) মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য যুক্তরাজ্যের সরকারি সনদ নেওয়া হবে। তবে সোমবার ও মঙ্গলবার ফ্লাইট নেই। ফ্লাইট আছে বুধবারে। এ কারণে বুধবারের ফ্লাইটে তার মরদেহ নিয়ে আসা হবে। এই ফ্লাইট বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এ বিষয়ে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, তার শেষ ইচ্ছা অনুযায়ী, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। এখানে তার জন্য কবরের জায়গা আগে থেকেই সংরক্ষিত আছে। তার স্ত্রীর মৃত্যুর সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে তার জন্য কবরের জায়গা সংরক্ষণ করে রাখা হয়েছে।




