বোরো মৌসুমে চালের বাজার অস্থির
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২, ২:২৮:১২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ধানের সব মৌসুমেই দেশে বাজারে চালের দাম কমে থাকে। কিন্তু এবার উলটো চিত্র। ভরা বোরো মৌসুমেও বাড়ল দাম। ১০ দিনের ব্যবধানে প্রতি বস্তা (৫০ কেজি) চালে সর্বোচ্চ ৩০০ টাকা বেড়েছে।
অন্যান্য পণ্যের বেসামাল দরের তালিকায় বাজারে শেষ পর্যন্ত চালও যোগ হয়েছে। এতে ভোক্তার নাভিশ্বাস আরও তীব্র হয়েছে। রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি চালে সর্বোচ্চ সাত টাকা বেড়েছে।
সরকারি টিসিবি বাজারের পণ্য মূল্য নিয়ে শেষ প্রতিবেদন প্রকাশ করেছে বৃহস্পতিবার। সেখানে উল্লেখ করা হয়েছে-গত বছর একই সময়ের তুলনায় প্রতি কেজি মোটা চাল এক দশমিক ১০ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। আর সরু চাল কেজিপ্রতি ৭ দশমিক ৬৯ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। টিসিবির তথ্যমতে, গত বছরের তুলনায় এবার কেজিপ্রতি চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৬ টাকা।
এ বিষয়ে খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, এ মুহূর্তে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। সরকারি গুদামে যথেষ্ট পরিমাণ চাল মজুত আছে। বেসরকারি খাতেও চালের সংকট নেই। বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সুযোগে ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিলেন কি না, তা অনুসন্ধান করে দেখা হবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশ কয়েকটি বড় কোম্পানিসহ সুপার শপ চাল ব্যবসায় নেমেছে। এতদিন তারা নওগাঁ থেকে চাল সংগ্রহ করে প্যাকেটজাত করে বিক্রি করেছে। এবার তারা সরাসরি ধান কিনে সংগ্রহ করছে। অনেকে ধান মজুত করছে। ফলে সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে।




