বন্যা কবলিত সিলেট মহানগরের অর্ধ লক্ষাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২২, ৮:৩৫:০৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সিলেট মহানগরের ৫৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। জলাবদ্ধতা দীর্ঘায়িত হতে থাকায় খুব শীঘ্রই এসব এলাকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
পানি উঠেছে নগরের অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহর এলাকায়।
বিদ্যুৎ বিচ্ছিন্ন এ সকল এলাকার বেশিরভাগ বাসিন্দাই ভুগছেন দৈনন্দিন ব্যবহার্য ও খাবার পানি সংকটে। এ অবস্থায় পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে সিলেট সিটি করপোরেশন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৯টায় সুরমা নদীর পানি সিলেটের নগর এলাকায় বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে ১৩ সেন্টিমিটার বেশি।




