সিলেটে ১৮ বছরে এমন বন্যা, শহরের আরও কিছু ছবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২২, ১০:৪১:০০ অপরাহ্ন
উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে
সিলেট অফিস : উজানে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। সিলেট শহরের বারোটি এলাকা পানিতে ভাসছে যেনবা।
ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন সিলেট জেলার লক্ষাধিক মানুষ।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি সিলেট ও কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার প্রায় দেড় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগের দিনের চেয়ে বেড়েছে। বেড়েছে কুশিয়ারা নদীর পানিও।
সুরমা নদীর পানি উপচে সোমবার থেকেই তলিয়ে যেতে শুরু করেছে নগরের বিভিন্ন এলাকা। মঙ্গলবার প্লাবিত এলাকার পানি আরও বেড়েছে। নগরের উপশহর, তেররতন, মেন্দিবাগ, ছড়ার পাড়, সোবহানিঘাট, মাছিমপুর, তালতলা, কালিঘাট, কাজিরবাজার, শেখঘাট, লালাদীঘির পাড়, জামতলাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
গত ১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় বন্যা হয়েছে। উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।
এমন মন্তব্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশার।
সিলেট শহরের আরও কিছু ছবি-
তালতলা, ছবি : ফারুক চৌধুরী
ছবি: হাসান চৌধুরী





