আখালিয়ায় ট্রাক চাপায় আম্বরখানার ব্যবসায়ী নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২২, ১১:১৭:৪৭ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট নগরের আখালিয়ায় বেপোরোয়া ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ফয়জুর রহমান। তিনি আম্বারখানার সামস সুপার মার্কেট সোহাগ বস্ত্র বিতানের কাপড়ের ব্যবসায়ী।
রোববার রাত ১১ টার দিকে আখালিয়া আনসার ভিডিপির ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আখালিয়ার দিকে হেঁটে যাচ্ছিলেন ফয়জুর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার পর বিক্ষোব্দ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাংচুর করে এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।
ঘটনাস্থল থেকে সমাজকর্মী শাহ সিকান্দার শাকির রাত ১২টায় বলেন, এলাকাবাসী এখনও সড়ক অবরোধ করে রেখেছে। কিছুক্ষণ আগে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
জানা যায়, নিহত ফয়জুর রহমান সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাও ইউনিয়নের সাদিপুর গ্রামের মরহুম কুতুব উদ্দিনের পুত্র।



