আজভস্টাল কারখানায় রুশ বাহিনীর তীব্র হামলা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২২, ১:১৭:৩৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানায় রুশ বাহিনীর তীব্র হামলা অব্যাহত রয়েছে। বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
মারিউপোলে ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ স্থান ওই স্টিল কারখানায় রাশিয়া তার আক্রমণ জোরালো করেছে বলে আজভ ব্যাটেলিয়ন ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, রাশিয়া ‘বিমান বোমা বর্ষণ অব্যাহত রখেছে, ভারি কামান এবং ট্যাঙ্ক ব্যবহার করে ইউক্রেনীয় অবস্থানে আঘাত হানার চেষ্টা করছে।
সেখানে প্রচুর সংখ্যক পদাতিক বাহিনীও সক্রিয় রয়েছে বলে দাবি করেছে আজভ ব্যাটেলিয়ন।
পোস্টে আরও বলা হয়েছে, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি পরও শত্রুদের প্রতিহত করার অতিমানবীয় প্রচেষ্টা অব্যাহত রখেছে আজভ যোদ্ধারা।
ওই স্টিল কারখানার ভেতর আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে ইউক্রেন এবং রাশিয়ায়-উভয় পক্ষই জানিয়েছে। তবে এখনও ভিতরে আটকা পড়া যোদ্ধাদের আত্মীয়রা তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতার জন্য আন্তর্জাতিক নেতাদের কাছে আবেদন জানাচ্ছেন।




