সিলেট : দাড়িয়াপাড়া থেকে ৩ হাজার, বিভাগে ২৩ হাজার লিটার সয়াবিন জব্দ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৩:৪৪:২৭ অপরাহ্ন
অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে দুর্ব্যবহার করেন সুজন রায়

বিশেষ প্রতিনিধি : সিলেট শহরের দাড়িয়া পাড়ার একটি গুদাম থেকে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার ১৪ মে দুপুরে দাড়িয়া পাড়া এলাকার রসময় স্কুলের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দোকানের গুদাম থেকে এই সয়াবিন তেল জব্দ করা হয়।
প্রকাশ, জনপ্রিয় স্টোরের মালিক সুজন রায় রুপচাদা সয়াবিন তেলের ডিলার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করে, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, জব্দকৃত তেল পুর্বের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। এবং মজুদকারী সুজন রায়কে জরিমানা করা হবে।
উল্লেখ্য, অভিযান চলাকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে দুর্ব্যবহার করেন সুজন রায়। সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে গত ৮ মে থেকে সিলেটে অভিযান শুরু হয়। গত পাঁচদিনের অভিযানে সিলেট বিভাগের চার জেলা থেকে প্রায় সাড়ে ২৩ হাজার লিটার তেল জব্দ করা হয়।
জব্দকৃত তেল ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এবং মজুদকারীদের জরিমানা করে ভেক্তা অধিদপ্তর।
প্রসঙ্গত, ঈদের পর থেকেই বেড়েছে সয়াবিন তেলের দাম। এ সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে সঙ্কট দেখা দিয়েছে তেলের। ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখার অভিযোগ রয়েছে। অনেকে বিক্রি করছেন বেশি দামে।




