ড. এম এ ওয়াজেদ মিয়া : একজন অসাধারণ মানুষ প্রসঙ্গ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২২, ৩:১৮:৪৭ অপরাহ্ন
মরহুম ড: এম এ ওয়াজেদ মিয়ার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী ছিল ৯ মে। দিনটি এলে প্রতিথযশা বৈজ্ঞানিক জাতির এই কৃতি সন্তানের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণে আসে এবং কিছু স্মৃতি মনের পটে জ্বল জ্বল করে।
১৯৮১ সনের কথা জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করে ত্রাতা হয়ে দলের হাল ধরেছেন। নেত্রী প্রথম সফরে সিলেট এসেছেন। সফরসঙ্গী তাঁর স্বামী ওয়াজেদ মিয়া। নেত্রী ব্যস্ত রাজনৈতিক কর্মসূচীতে। আমরা কয়েকজন তরুণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যাদের উপর দায়িত্ব পড়ে জনাব ওয়াজেদ মিয়াকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া। আমি তখন মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি। আমার সাথে ছিল আমার বন্ধু মিসবা উদ্দিন সিরাজ (প্রাক্তন সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ), নিজাম উদ্দিন (বর্তমান পিপি, সিলেট জেলা) প্রমুখ।
হযরত শাহজালাল (র:) দরগা শরীফে মরহুম জনাব ওয়াজেদ মিয়ার সাথে আমরা কয়েকজন (আমি এ. কে. এম. সেলিম, বাঁ থেকে তৃতীয়)
ঐদিন সিলেটে গাড়ীর ধর্মঘট থাকায় আমরা তাঁকে নিয়ে মটর সাইকেলে হযরত শাহজালাল (র:), হযরত শাহ পরাণ (র:) এর মাজারে গেলাম, তিনি নামাজ পড়লেন, যিয়ারত করলেন আমরা তার সঙ্গীরাও তাই করলাম। আমরা তাঁর সাথে প্রায় সারাদিন অতিবাহিত করার সুবর্ণ সুযোগ পাই এবং রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুর রহিম সাহেবের (মরহুম) বাসায় একত্রে নৈশভোজের পর বিদায় নিয়ে আসি।
আজকে এই চার দশক পর আমি দ্বিধাহীন বলবো যে আমার জীবনের একটি শ্রেষ্ঠ স্মরণীয় ঘটনা জনাব ওয়াজেদ মিয়ার মতো একজন মানুষের সান্নিধ্য পাওয়া এবং সৌভাগ্যও বটে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এতবড় একজন পরমানু বিজ্ঞানী হয়েও একজন মানুষ কত নিরহংকারী, নম্র ও মানবিক হতে পারেন তা এই মহৎ মানুষটির সান্নিধ্য না পেলে কখনোই অনুধাবন করতে পারতাম না। তিনি কোন প্রটোকলের ধার ধারেন না, কোন অহংবোধ নেই, একেবারে সহজ ও সাবলিলভাবে আমাদের সাথে মিশলেন, স্নেহ মমতায় আপ্লুত করলেন যা কখনো ভুলতে পারি না। তাই আজকে এই দিনে কায়মনোবাক্যে প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলাআমিন তাঁকে যেন শান্তিতে রাখেন এবং জান্নতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
সিলেট জেলা আওয়ামীগ সভাপতি এডভোকেট আব্দুর রহিম সাহেবের (মরহুম) বাসায় জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা কয়েকজন (আমি এ. কে. এম. সেলিম, নেত্রীর ঠিক পেছনে দাঁড়ানো বাঁ থেকে তৃতীয়)।
উল্লেখ্য, দেশের এই পরমানু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া স্নাতক পর্যায়ের বিজ্ঞানের ছাত্রদের জন্য দুটি গ্রন্থ রচনা করেছেন। ইংরেজিতে লেখা গ্রন্থদ্বয়ের নাম Fundamentals of Thermodynamics এবং Fundamentals of Electromagnatics। তাঁর অন্যতম গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ ১৯৯৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। ৪৬৪ পৃষ্ঠার সুপরিসর এই গ্রন্থে বাংলাদেশের বহু রাজনৈতিক ও প্রশাসনিক ঘটনার বর্ণনা রয়েছে। তাঁর আরেকটি গ্রন্থের নাম বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র বাংলাদেশ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক ১৯৯৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত।