৫৩ বছর ইমামতি করার পর এক রাজকীয় বিদায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২২, ১১:৩৫:৫০ অপরাহ্ন
মুরাদ হোসেন, পাবনা : সম্প্রতি পাবনার এক প্রবীণ ইমাম সাহেবের সংবর্ধনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যপকভাবে প্রশংসিত হয়েছে, রীতিমতো ভাইরালও হয়েছে।
দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর যশমন্তদুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ আবু মুসাকে ঘোড়ার গাড়িতে করে এক রাজকীয় বিদায় দেন তার এলাকার মুসল্লিরা।
পাবনা জেলার যশমন্তদুলিয়া নামক গ্রামের এক মসজিদে ইমামতি করতেন হাফেজ আবু মুসা। তিনি অত্যন্ত সুনামের সাথে সুদীর্ঘ ৫৩ বছর ইমামতি করেছেন।
বার্ধক্যজনিত কারণে তিনি বিদায় নেন। স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বিদায়ী অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায় লগ্নে উপস্থিত তার হাজারখানেক মুসল্লী কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের বক্তব্য ছিলো আমরা নামাজ কালাম শেখা সহ সামাজিক যাবতীয় সমস্যাগুলো হুজুরের নিকট থেকে সমাধান নিতাম। তিনি ভালো মানুষ ছিলেন।
স্থানীয় আলেমে দ্বীনেরা বলেন, আসলে প্রত্যেকটি ইমামের বিদায় করার দৃশ্য এমনিই হওয়া উচিৎ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তিনি একাধারে পঞ্চাশোর্ধ বছর মসজিদের সেবা করে গেছেন, তার কাছে আমরা ঋণী।




