কারফিউ শ্রীলঙ্কায়, বিক্ষোভকারীকে গুলি করে এমপির আত্মহত্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২২, ১১:৪৬:৪৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে সোমবার ঘোষিত কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার দ্বীপদেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল।
পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে।
জনবিক্ষোভের মুখে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের পদত্যাগের পর দেশটিতে জরুরি অবস্থার মধ্যেই কারফিউ জারি করা হলো।
শ্রীলংকার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে। চলাচলের সময় তাদেরকে পাসপোর্ট বা উড়োজাহাজের টিকিট দেখাতে বলা হয়েছে। এছাড়া বিদেশিদেরকে তাদের হোটেলের আশপাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।
ওদিকে, শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন।
এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন তিনি। এতে ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন।
পরে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য। খবর এএফপির।




