জাফলংয়ে ৭ দিন প্রবেশ ফি লাগবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২২, ৯:১৩:৪২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে আগামী সাতদিন কোন ফি দিতে হবে না। ঈদের জন্য আগামী সাত দিন জাফলংয়ে প্রবেশে কোন টিকিট লাগবে না বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
প্রবেশ টিকিট কাটা নিয়ে কথাকাকাটির জেরে পর্যটকদের মারধরের ঘটনায় সমালোচনার মুখে বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা জানান জেলা প্রশাসক।
কাল শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ঈদের জন্য ৭ দিন আমরা জাফলং উন্মুক্ত করে দিয়েছি। কোন ফি ছাড়াই এই সাতদিন পর্যটক প্রবেশ করতে পারবে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশনা দিয়েছি।
এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে টিকেট কেনা নিয়ে পর্যটকরদের সঙ্গে জাফলং পর্যটন কেন্দ্রের কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা কর্মীরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের মারধর করেন। এসময় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করেন তারা।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে আটক করেছে পুলিশ।
জেলা প্রশাসক মো. মজিবুর রহমান আরও বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।




