সিলেটের হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২২, ১:০৪:১৫ অপরাহ্ন
সিলেট অপিস : সিলেট শহরের গরীবের মার্কেট খ্যাত লালদীঘির পারের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার সাহরির শেষ সময়ে মার্কেটে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত মার্কেটের ৩,৪ ও ৫ নং গলিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ব্যবসায়ীদের আশঙ্কা আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষতি হবে। ব্যবসায়ীদের অনেকেই মার্কেটের বাইরে কাঁদতে দেখা গেছে। অসহায়ের মতো দ্বিকবিদিক ছুটছিলেন ব্যবসায়ীরা।
অনেকে জানান, গলির ছোট রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশে ব্যাঘাত ঘটেছে।
ফায়ার সার্ভিস জানায়, তাদের ১৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। সিলেটের আশেপাশের ফায়ার স্টেশন থেকেও ইউনিটগুলো এসেছে আগুন নেভানোর জন্য।




