সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে অনুপমনিউজ পরিবারের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২২, ৭:১৩:৩৫ অপরাহ্ন
অনুপম রিপোর্ট : সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক অর্থমন্ত্রী, ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে অনুপমনিউজ টোয়েন্টিফোর পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে একজন কর্মবীর ব্যক্তি ছিলেন আবুল মাল আবদুল মুহিত। প্রজ্ঞাবান, নিষ্ঠাবান এ গুণী মানুষটি একাধারে অর্থনীতিবিদ, মন্ত্রী, গবেষক, পরিবেশবিদ ও লেখক হিসেবে উজ্জ্বল ভূমিকা রেখেছেন। স্বাধীনতা পদকে ভূষিত প্রাণবন্ত এ মানুষটি প্রেরণার উৎস হয়ে সকলের মাঝে বেঁচে থাকবেন।
শোকবার্তায় সাবেক এ মন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

