সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিতের মৃত্যুতে পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২২, ৬:৫৮:০৯ অপরাহ্ন
লন্ডন অফিস : সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকের সভাপতি আজিজ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী।
শনিবার (৩০ এপ্রিল) এক শোকবার্তায় তারা বলেন, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত একজন অসাধারণ গুণী মানুষ ছিলেন। তিনি আমৃত্যু রাষ্ট্র-সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক অভিভাবককে হারালো।
শোকবার্তায় সাবেক এ মন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।