বড়লেখায় নিসচা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২২, ১:৪২:২১ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) পৌর শহরের আলভিন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল ও আমান হাসানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মার্জানুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, তারুণ্য নাট্যগোষ্ঠীর আজীবন সদস্য ব্যবসায়ী তোফায়েল আহমেদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল আলম রাসেল, নিসচা’র উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, মহুবন্দ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উপদেষ্টা আব্দুল মালিক, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, নিসচা’র পৃষ্টপোষক জাকির হোসেন মাস্টার, মোহাম্মদ তারেক হাসনাত, আতিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সাদিকুর রহমান সাহেদ, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ হোসাইন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, জিল্লুর রহমান, ডাঃ সারওয়ার আলম, সাব্বির আহমদ এবং সমাজকর্মী মজনুর রহমান, মাহমুদ আলম তুহিন, এমাদ উদ্দিন, রুবেল আহমদ প্রমুখ।
এসময় সড়ক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন নিসচা’র অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ।