পোল্যাণ্ড বুলগেরিয়া বন্ধের পর ইইউ-র অন্য দেশেও গ্যাস বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২২, ১১:৩৫:১৯ অপরাহ্ন
সকল ঝুঁকির হিসাব করা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে

অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যদি রুবলে গ্যাসের দাম দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরও গ্যাস দেওয়া বন্ধ করে দেবে রাশিয়া। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বুধবার হুঁশিয়ারি দিয়েছেন।
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর এ হুঁশিয়ারি দেয়া হলো রাশিয়ার তরফ থেকে।
তবে পোল্যান্ড ও বুলগেরিয়ার গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টিকে ‘ব্ল্যাকমেইল’ বলে অভিমত জানিয়েছে।
অন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকদের দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়া তার ভোক্তাদের কাছে গ্যাস সরবরাহের নির্ভরযোগ্য দেশ ছিল এবং থাকবে এবং চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
তিনি আরও বলেন, যখন দাম দেওয়ার সময় ঘনিয়ে আসবে, যদি কিছু ভোক্তা নতুন নিয়ম অনুযায়ী গ্যাসের দাম দিতে অস্বীকৃতি জানায়, তখন প্রেসিডেন্টের ডিক্রির বিষয়টি প্রয়োগ করা হবে।
১ এপ্রিল প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করেন রাশিয়ার অবন্ধুরা যদি রাশিয়ার গ্যাস কিনতে চায় তাহলে তাদের রুবলে দাম দিতে হবে।
অন্য দেশগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকির পর, দিমিত্রি পেসকোভের কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, এমনটি হলে রাশিয়া কি তাদের বাজেট হারানোর বিষয়টি নিয়ে প্রস্তুত আছে কিনা এবং তারা এটি বহন করতে পারবে কিনা?
এমন প্রশ্নের জবাবে পেসকোভ বলেন, সব হিসাব করা হয়েছে। সকল ঝুঁকির হিসাব করা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট




