কালবোশেখীর তাণ্ডব : ১৪ ঘণ্টা পর ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ সরবরাহ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২২, ৭:২৩:০৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকের কালবোশেখী ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিধ্বস্ত হয়। প্রায় ১৪ ঘণ্টা পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার কিছু এলাকায় ১৮ ঘণ্টা পরও বিচ্ছিন্ন থাকার খবর পাওয়া গেছে। পালবাড়ি এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে পালবাড়ি বাজারের একজন দোকানদার জানিয়েছেন।
এর আগে পল্লীবিদ্যুতের ফেঞ্চুগঞ্জ জোনাল অফিস থেকে জানানো হয়, ‘ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের আওতায় ৩৩/৩৩ কেডি সুইচিং ইনডোর উপকেন্দ্রের সকল ৩৩কেভি ফিডার ট্রিপ করে গিয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার সকল ধরনের বৈদ্যুতিক লাইনে ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে। বৈদ্যুতিক লাইন চালু করিতে বিলম্ব হইলে সংশ্লিষ্ট সকল ধরনের গ্রাহকদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হইল।’
কুশিয়ারা নদী পারের ফেঞ্চুগঞ্জ বাজারে দিনভর বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমের কারণে ঈদের কেনাকাটা কম হয়েছে। কিছু মার্কেটে জেনারেটর চালিয়ে কেনাকাটা জারি রাখে। কিছু শপিং এরিয়া অন্ধকারে থাকায় মানুষ কেনাকাটা করতে ভিতরে যায়নি। সপরিবারে কেনাকাটা করতে আসা অনেককে প্রচণ্ড গরমে অতীষ্ঠ হয়ে শপিং না করে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।


