তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি খুবই মারাত্মক ও বাস্তব : রুশ পররাষ্ট্রমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২২, ১:৪৮:১৪ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : ফিনল্যান্ড সুইডেন রাশিয়ার হুমকি পরোয়া না করে বলেছে একযোগে ন্যাটোতে যোগ দেবে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য উস্কানিমুলক বক্তব্য দেওয়ার পাশাপাশি ভারি যুদ্ধাস্ত্র ইউক্রেনে পাঠাতে থাকছে। এই প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ল্যাভরভ জানান, ন্যাটো ইতোমধ্যেই ছায়াযুদ্ধ শুরু করছে রাশিয়ার সাথে। তার মতে বিশ্ব এখন পরমানু যুদ্ধের হুমকির মুখে। আমেরিকা বলেছে, তারা দুর্বল রাশিয়া দেখতে চায়। পুতিন ইউক্রেনে অভিযানে নামার কয়েকদিন পরই বলেছিলেন, ছোটবেলা থেকেই তার নীতি হলো, আক্রান্ত হবে টের পেলে আগেভাগে আঘাত করা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাঠানো অস্ত্রবহরে রাশিয়া মিসাইল আক্রমণ শুরু করলে পরিস্থিতি কোন দিকে যাবে অনুমান করা যায়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
ল্যাভরভ বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি খুবই মারাত্মক ও বাস্তব। তাই এটাকে অবমূল্যায়ন করা যায় না। এসময় আলোচনার ক্ষেত্রে কিয়েভের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। আলোচনার ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা দরকার বলেও মন্তব্য করেছেন রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক। কিন্তু এখন আর সমঝোতার কোনো লক্ষণ নেই।
তিনি বলেন, রাশিয়া মনে করে পরমাণু যুদ্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই যুক্তরাষ্ট্রসহ অন্য পরমাণু শক্তিধর দেশের সাথেই সমঝোতা চায় রাশিয়া। গতকাল মঙ্গলবার এক সাক্ষাৎকারে একথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এসময় এই রুশ কর্তা সতর্ক করে জানান, পরিস্থিতির অবনতি বলছে পরমাণু যুদ্ধ হতে পারে এবং এটা গুরুতর হুমকি।




