বাঘায় আফসার খাঁন সাদেকের ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২, ১১:৩৪:৪২ অপরাহ্ন
লন্ডন অফিস : লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকারী, লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লন্ডন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সম্ভাব্য সংসদ সদস্য, আফসার খাঁন সাদেকের পক্ষ থেকে বাঘা ক্লাসিকাল কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফিজ আলফাজ আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ও শেরে বাংলা নগর আওয়ামীলীগের সদস্য শিব্বির আহমদ ও বাঘা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ এর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুদ্দিন সাদু মিয়া।
বিকাল ৩টায় শুরু হওয়া ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সমাজসেবক আর্জমন্দ আলী, আবু মারুফ সুফি ট্রাষ্ট সাবেক সভাপতি হেলাল আহমদ লাল মিয়া, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুহেল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সমাজসেবক রাইয়ব আলী, দক্ষিণ সুরমা মোটর এসোসিয়েশন সভাপতি ইকবাল আহমদ, আল মাদানি আজমল মিয়া জনকল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা মাওলানা আফতাব উদ্দিন, সহ সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আমির উদ্দিন জালালী, বাঘা বটরতল বাজার মসজিদের ইমাম মাওলানা সালেহ আহমেদ,আনজুমান নেতা কলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আনাম উদ্দিন, জালালাবাদ আদর্শ সংঘের সভাপতি রুহুল আমীন, সমাজসেবক রফই মিয়া, আজমান আহমদ প্রমুখ।
ইফতারের পুর্বে কানায় কানায় পরিপূর্ণ ছিল হলরুম। এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্টপোষক আফসর খান সাদেক। অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান আয়োজক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু মারুফ সুফি ট্রাষ্ট এর পরিচালক আহমদ শফি খাঁ সালেহ।