ঢাকা: নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ফের সংঘর্ষে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২২, ১১:৩০:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ফের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
আজ মঙ্গলবারের সংঘর্ষ চলাকালে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে এগারটায়, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। ওই এলাকার কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা এক জোট হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে বলে লাইভ দেখাচ্ছিল বিভিন্ন অনলাইন টিভি চ্যানেল। তখন পর্যন্ত এলাকায় পুলিশ দেখা যায়নি।




