সিনেটর বাইডেন যে প্রস্তাব দিয়েছিলেন ইমরান খানকে ২০০৮ সালে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২২, ১০:০৫:৫৩ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : ২০০৮ সালে বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন একজন গুরুত্বপূর্ণ সিনেটর। তখন ইমরান খানের সাথে তার বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ইমরান খানকে ক্ষমতায় আনার জন্যে বাইডেন সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। ইমরান সেই প্রস্তাবে রাজি হননি।
পিটিআই নেতা আলী জাইদি জানালেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০০৮ সালে মার্কিন সিনেটর ছিলেন, ইমরান খান ২০০৮ সালে বাইডেনের সাথে একটি বৈঠক করেছিলেন। তখন তাতে আরিফ আলভি এবং আমিও উপস্থিত ছিলাম।
তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ২০০৮ সালে ইমরান খানকে বলেছিলেন, আপনি পূর্ব ও পশ্চিমকে ভালো করেই জানেন, আমরা আপনাকে কী সাহায্য করতে পারি?
ইমরান খান জো বাইডেনকে জবাবে বলেছিলেন, আমি আপনাকে অনুরোধ করছি আমাকে সাহায্য করবেন না, আমি প্রধানমন্ত্রী হব তখনই জনগণের সমর্থনে যখন আমাকে তৈরি করা হবে। (দ্য টাইমস অব ইসলামাবাদ থেকে)




