সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, তিন শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২২, ১২:২৫:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় হঠাৎ করে আধঘণ্টাব্যাপী বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঝড় শুরু হয়।
জানা যায়, তাৎক্ষণিকভাবে জেলার তাহিরপুর উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আমতৈল, পুরানঘাটসহ কয়েকটি গ্রামের প্রায় একশত ঘরবাড়ি, গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া, দীঘিরপাড়সহ উপজেলার তাহিরপুর সদরসহ বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে
এছাড়াও উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া, দীঘিরপাড় তাহিরপুর সদরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামের তিন শতাধিক গাছপালা ভেঙে গেছে। ঘরবাড়ি হারিয়ে এখন প্রায় নিঃস্ব অনেক মানুষ। ক্ষতিগ্রস্তরা ঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার ঠাই হারিয়ে দিশেহারা।
পল্লী বিদ্যুতের তাহিরপুর উপজেলা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ জানান, উপজেলায় কালবৈশাখী ঝড়ে অনেক বিদ্যুতের খুটি ভেঙে ও তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।