হেডফোন ঠেকাবে ব্যাকটেরিয়া ও ধুলাবালি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২২, ৫:০২:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ধুলাবালি থেকে সুরক্ষার পাশাপাশি গান শোনা যাবে হেডফোনে। নেই তারের ঝামেলা, চলবে ওয়্যারলেস প্রযুক্তিতে। হেডফোনটির নাম ‘ডায়সন জোন’।
গান শোনানোর পাশাপাশি বাতাসে থাকা ধুলাবালি শোষণ করে বিশুদ্ধ বাতাস দিতে সক্ষম হেডফোনটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ডায়সন। প্রায় ছয় বছর গবেষণার পর বাতাস বিশুদ্ধকরণ সুবিধার হেডফোনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তারা। নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহার করায় হেডফোনটিতে নিখুঁত শব্দ শোনা যায়।
ডায়সনের দাবি, হেডফোনটি বাতাসে থাকা ধুলাবালু প্রতিরোধের পাশাপাশি ব্যাকটেরিয়াও ধ্বংস করতে পারে।