ইমরান খানের পতন : আসল কথাটি বলে দিলেন পেন্টাগনের মুখপাত্র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২, ১২:১৫:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘বিশ্বের ওই অংশে’ পাকিস্তানের সঙ্গে স্বার্থ ভাগ করে নিয়েছে
অনুপম প্রতিবেদক : পাকিস্তানের ‘সশস্ত্র বাহিনীর সঙ্গে আমাদের বাহিনীর সুসম্পর্ক রয়েছে’। আমাদের প্রত্যাশা এ সম্পর্ক আমরা বজায় রাখতে পারব। যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘বিশ্বের ওই অংশে’ পাকিস্তানের সঙ্গে স্বার্থ ভাগ করে নিয়েছে।
এ কথাগুলো বলেছেন গতকাল ১২ এপ্রিল পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে।
পেন্টাগনের এ মুখপাত্র বলেন, আমরা স্বীকার করি, ওই অঞ্চলে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা স্বীকার করি, পাকিস্তান ও পাকিস্তানের জনগণ দেশের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ভুক্তভোগী।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।
ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েন চলছিল। ইমরান খান তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। পরে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।
প্রকাশ, পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থন নিয়ে ইমরান খান ক্ষমতায় এসেছিলেন। এই সেনাবাহিনীর সাথে নির্দিষ্ট বিষয়ে দ্বন্দের কারণে অবশেষে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে।




