ইমরানের দলের পার্লামেন্ট সদস্যরা সোমবার পদত্যাগ করবেন যে কারণে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২২, ২:১০:১০ অপরাহ্ন
ফওয়াদ চৌধুরী ও ইমরান খান
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও ইমরান সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, শাহবাজ শরিফের মনোনয়ন গ্রহণ করা হলে পিটিআইয়ের আইনপ্রণেতারা পার্লামেন্ট থেকে সোমবার পদত্যাগ করবেন। রোববার তিনি এই কথা বলেন। খবর জিও টিভির।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ বলেন, পিটিআই প্রধান ইমরান খান দলের কোর কমিটির সদস্যদের নিয়ে বানি গালায় বৈঠক করেছেন। সেখানে তিনি আবারও বলেছেন তার ক্ষমতাচ্যুতি বিদেশি শক্তির সমর্থনে শাসন পরিবর্তন অপারেশনের অংশ ছিল।
ফাওয়াদ বলেন, যখন দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত বাইরে থেকে নেওয়া হয়, তখন এটি দাসত্বের বড় লক্ষণ।
এ সময় ফাওয়াদ জানান, তার দল সব ধরনের নথি জাতীয় পরিষদের স্পিকার এবং পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে।




