শামসুর রহমান ফাউন্ডেশনের খাদ্য সহায়তা গোয়াইনঘাটের ৪ শতাধিক পরিবারকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২২, ১১:৫৩:৪৮ অপরাহ্ন
শামসুর রাহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ
অনুপম নিউজ ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার দেওরগ্রামের ৪ শতাধিক লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শামসুর রহমান ফাউন্ডেশন।
শনিবার ৯ এপ্রিল বিকেলে গ্রামের অসহায়-দরিদ্র লোকজনের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
ফাউন্ডেশনের সদস্য সচিব কলামিস্ট জিবলু রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন-গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে’র কেন্দ্রীয় ভাইস চেয়ারপারসন আলহাজ্ব মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল-এস এর ব্যুরো চিফ মো: মঈন উদ্দিন মনজু ও শামসুর রহমান ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ডা: সফিনা বেগম মুনমুন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, তেল, চিনি, ডাল ও ছোলা ইত্যাদি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর রমজানের পূর্বে এলাকার দুস্থ-অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। অতিথিবৃন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুহেল আহমদসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, শিক্ষাবৃত্তি চালুর মাধ্যমে শামসুর রহমান ফাউন্ডেশন দীর্ঘ প্রায় ২২ বছর ধরে এখানকার শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। পাশাপাশি ঈদ উৎসবসহ বিভিন্ন দুর্যোগের সময় তারা এলাকার লোকজনকে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন। গত কয়েক বছর ধরে তারা সেলাই মেশিন বিতরণ কর্মসূচি চালু করেছেন। এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন অনেক দুস্থ ও অসহায় মহিলা। বক্তারা এ ধরণের কর্মসূচি অব্যাহত রাখতে ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।



