‘কঠিন পরিণতি’র ভয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার অনাস্থা ভোট গ্রহণে রাজি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২২, ১২:২৫:৪০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ইমরানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে সম্মত হয়েছেন। সংসদের কর্মকর্তারা সুপ্রিম কোর্টের রায়ের ব্যত্যয় করে আজ ভোটাভুটি না করলে ‘কঠিন পরিণতির’ মুখোমুখি হতে হবে স্পিকারকে জানালে তিনি ভোটাভুটিতে রাজি হন।
আজ রাতেই ভোট গ্রহণ হবে।




