দেশে মৃত্যু নেই, দুই বছরে সর্বনিম্ন শনাক্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২২, ৮:২২:৪২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনই থাকল। এ সময় ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা দুই বছরের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০২০ সালের ৬ এপ্রিল ৩৫ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এরচেয়ে নিচে নামেনি।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরো ৮৯৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।