যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সারব আলীর পিতা মোহাম্মদ ইস্রাইল আলীর ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২২, ৭:৪৫:৫১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ সারব আলীর পিতা, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, হাজী মোহাম্মদ ইস্রাইল আলী গতকাল ৪ এপ্রিল বাদ মাগরিব সিলেট উইমেনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকোলে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুরের দক্ষিণ পাড়ার সন্তান হাজী মোহাম্মদ ইস্রাইল আলী অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নিজ বাড়ী প্রাঙ্গনে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে চার মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাজী মোহাম্মদ ইস্রাইল আলীর মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। নেতৃবৃন্দ হাজী মোহাম্মদ ইস্রাইল আলীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



