উজানের ঢলে সিলেটের হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২২, ১২:০৪:২০ অপরাহ্ন
সিলেট অফিস : উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে অন্তত এক হাজার হেক্টর জমির বোরো ফসল। ডুবে গেছে অনেক রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট উপজেলা।
জানা গেছে, রোববার রাত থেকে ভারতের মেঘালয়ে বৃষ্টি হচ্ছে। সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে ঢল নামতে শুরু করে। দুপুর নাগাদ তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। স্রোতে ভেঙে গেছে নদীরক্ষা বাঁধ। সীমান্তের ওপারে বৃষ্টি অব্যাহত থাকলে এই পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, সোমবার দুপুরের দিকে গোয়ানঘাট উপজেলার সীমান্তবর্তী রুস্তমপুর, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, মধ্য জাফলং, গোয়াইনঘাট সদর ও পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউনয়নের নিম্নাঞ্চল তলিয়েছে। জাফলং বাজার, রাধানগর বাজার, লন্ডনি বাজার, বাংলাবাজার, নতুন বাজারসহ উপজেলার কয়েকটি হাটবাজার, রাস্তা এবং কিছু ঘরবাড়িতে পানি ঢুকেছে।
ঢলের পানিতে তলিয়েছে জাফলং-রাধানগর-গোয়াইনঘাট সড়কের জাফলং চা বাগান এলাকা। এ কারণে উপজেলা সদরের সঙ্গে পর্যটনকেন্দ্র জাফলংয়ের যান চলাচল বন্ধ রয়েছে।
ডউকি নদীর প্রবল স্রোতে ভেঙে গেছে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের নদীর তীররক্ষা বাঁধ। তলিয়ে গেছে ক্ষেতের বোরো ধান।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সিলেটে এবার ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।




