ফেঞ্চুগঞ্জে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্প ফর নিডি’র রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২২, ৬:১০:২৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্প ফর নিডির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ক্লাব কার্য্যালয়ে দুই শতাধিক পরিবারকে আজ ৪ এপ্রিল এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা। বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, প্রবাসী মুরাদ চৌধুরী, হেল্প ফর নিডির বাংলাদেশের সমন্বয়কারী শাহিন আহমেদ খান, জাকির হোসেন লিটু, প্রেস ক্লাবের সদস্য আর কে দাস চয়ন, ছামী হায়দার।
খাদ্য সামগ্রীর তালিকায় জনপ্রতি ২৫ কেজি চাউল, ৩ কেজি তেলসহ ১৫ প্রকারের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
হেল্প ফর নিডি ২০১৭ সাল থেকে ফেঞ্চুগঞ্জের অসহায় পরিবারকে মাহে রমজানের খাদ্য সামগ্রী ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় বিতরণ করে আসছে। নিজেদেরকে আড়ালে রেখে দুঃস্থদের পাশে দাঁড়ায় যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংগঠন ‘হেল্প ফর নিডি’।



