তত্ত্বাবধায়ক প্রধান নিয়োগ পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২২, ১২:৩৯:৩৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী টুইট বার্তায় জানিয়েছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব পালন করবেন।
গতকাল রোববার দিবাগত রাতে আরিফ আলভী ওই টুইট করেন। এতে তিনি লিখেছেন, সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, মো. ইমরান আহমদ খান নিয়াজী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ হওয়া পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।




