নামিদামি ব্রান্ডের নকল ওষুধে বাজার সয়লাব (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২২, ৫:৪৫:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ওষুধ খায় মানুষ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে। কিন্তু নামিদামি ব্রান্ডের ওষুধ যখন নকল পাওয়া যায়, তখন ওষুধই হয় রোগের কারণ।
কিছুদিন পর পর খবর আসে সংবাদ মাধ্যমে নকল ওষুধের। অভিযান চলে, ধরা হয় নকল ওষুধের কারখানাসহ কোটি কোটি টাকার নকল ওষুধ। কিন্তু বন্ধ হচ্ছে না নকল ওষুধের ব্যবসা। বাজার সয়লাব নকল ওষুধে। বলা হচ্ছে ফার্মেসিগুলোতে নামিদামি ব্যান্ডের নকল ওষুধে ভরে গেছে।
টিভি চ্যানেল টোয়েন্টিফোর সরেজমিন প্রতিবেদন করেছে একটি নকল ওষুধের কারখানার। সম্প্রতি ঢাকা ও চুয়াডাঙ্গার নকল ওষুধ কারখানার মালিকসহ কোটি টাকার ওষুধ জব্দ করেছে পুলিশ। জানানো হয়েছে আটা ময়দা রঙ আর ক্ষতিকর ক্যামিকেলের মিশ্রণে তৈরি হচ্ছে নামিদামি ব্রান্ডের শীল মারা নকল ওষুধ। পুলিশ জানায় এই চক্রটি চার বছরের বেশি সময় ধরে নকল ওষুধ বাজারে সরবরাহ করে আসছিল। প্রতিবেদনের ভিডিও চিত্র নিচে-