ফেঞ্চুগঞ্জে ৫ শতাধিক পরিবারে হাওয়া ফাউন্ডেশন ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২২, ৬:৩৩:০৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : আসন্ন রোজার মাস উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে হাওয়া ফাউন্ডেশন ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার খিলপাড়া গ্রামে হাওয়ারুন এন্ড নজিবুন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বৃহস্পতিবার (৩১ মার্চ)।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, প্রবাসীরা সত্যিই মানবিক, কল্যাণকর কাজের ডাকে সাড়া দিয়ে সমাজকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। তাদের মহৎ কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, ফেঞ্জুগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ হারুনুর রশীদ, মানিককোনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস শাকুর, হাওয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি, ব্যবসায়ী কয়েছুল হক বকস, ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আন্জুমানে আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল জলিল, হাওয়া ফাউন্ডেশন ইউকের বাংলাদেশের সমন্বয়কারী জিল্লুর রহমান, মতিউর রহমান, শিক্ষক রাজিব কান্তি দাস।
এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মতিউর রহমান ও মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন- আল মাহাব্বা দাখিল মাদ্রাসার সুপার মুজাক্কের হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য ছামি হায়দার, হাওয়ারুন নজিবুন এতিমখানা মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোঃ দেলওয়ার হোসেন।


