ফাইভ স্টার গ্র্যান্ডসিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের যাত্রা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২২, ১:৩৩:৪৫ অপরাহ্ন
সিলেট অফিস : যাত্রা শুরু করেছে সিলেটের পাঁচ তারকা মানের হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’। রোববার সন্ধ্যায় নগরের বিমানবন্দর এলাকার এই হোটেলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
এই হোটেলটিতে রয়েছে ২৩৫ টি সুসজ্জিতকক্ষ, সুইমিংপুল, জিম, স্পা, ২১০টি আসন সম্পন্ন সিনেমা হল ও শিশুদের জন্য ‘ফ্যান্টাসি আর্কিড’- বিশেষ খেলার জায়গা । এছাড়া এখানে আছে ৫টি ভিন্নভিন্ন স্বাদের খাবার রেস্টুরেন্ট- সিগনেচার অল ডে ডাইনিং, স্মোকিগ্রিল, স্কাইকাবানা, সাহারা লাউঞ্চ, এসপ্রেসো ডেলি নামক কফি সপ। এসব রেস্টুরেন্টগুলোতে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের খাবারের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও আছে আধুনিক সুযোগ সুবিধাসহ ৫৫০ জনধারণ ক্ষমতাসম্পন্ন বিশেষ ব্যাঙ্কুয়েট হল। যেখানে সামাজিক অনুষ্ঠানসহ নানা রকমের কর্পোরেট ইভেন্ট আয়োজন করা যাবে।
গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর চেয়ারম্যান আলি মোহাম্মাদ জাকারিয়া বলেন, এমন একটি ৫ তারকা হোটেলর বিশেষ কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত। সিলেটের সন্তান হিসেবে আমরা সিলেটবাসীর আশা পূরন করতে পেরেছি।
গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর ভাইস চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, ‘আমি চাই এই শহরে বসবাসরত এবং আগত পর্যটকগণ আরও দ্বিগুণ হারে আসুক এবং আমাদের আর্ন্তজাতিক মানের আতিথেয়তা গ্রহণ করুক।
গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর এমডি মোহাম্মদ ফখরুদ্দীন রাজী বলেন, ‘এই হোটেলটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যা আজ বাস্তবায়ন হল। এই হোটেলিতে যারা আসবেন তাদের জন্য থাকবে বিশেষ সুযোগ সুবিধা।’
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের পুরো পরিচালনা পর্ষদ উপস্থিত থেকে তাদের আমন্ত্রন জানান। গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের অবস্থান সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টের খুব কাছে।




