কিয়েভ দখলের স্বপ্ন শেষ! ইউক্রেনীয় কাউন্টারএ্যাটাকে রুশ সেনারা পালাচ্ছে (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ১:৫৭:২৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কিয়েভ অঞ্চল ঘিরে থাকা অবস্থান থেকে রাশিয়ার সেনারা পালাচ্ছে। ইতোমধ্যে খারকিভ ও খেরসেন শহর ইউক্রেনীয় সেনারা পুনরুদ্ধার করেছে।
যুদ্ধের হালনাগাদ তথ্যে ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, রাশিয়ার সেনাবাহিনীর দুই ব্যাটালিয়ন কৌশলগত দলকে বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। এ ইউনিটগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
আরও জানানো হয়, ইউক্রেনে ঢোকা রুশ ইউনিটগুলোর ‘তীব্রতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে’।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পূর্বাভাসে বলা হয়, রাশিয়া কৃষ্ণ সাগর উপকূলে নৌ-অবরোধের মাধ্যমে কার্যকরভাবে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
রাশিয়া গত সপ্তাহের শেষে জানিয়েছিল, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দেবে। কিন্তু এ কথা জানানোর পরও দেশের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। তবে ধীরে ধীরে রাশিয়া তার সৈন্যদের ফিরিয়ে নিচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এখন পুতিন চান দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রাখতে।




