যুক্তরাজ্যে করোনা সংক্রমণ রেকর্ড, ৬ লাখ বুস্টার ডোজ কয়েক সপ্তাহে দেয়া হবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ১:১৫:৪৫ অপরাহ্ন
লন্ডন অফিস : যুক্তরাজ্যে গত সপ্তাহে প্রায় সাড়ে ৩ মিলিয়ন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। আগামী কয়েক সপ্তাহে দেশটির জনগণকে ৬ লাখ বুস্টার ডোজ দেয়া হবে। কেননা ওমিক্রন বিএ.২ ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন ব্রিটিশ নাগরিকরা। আক্রান্তদের অধিকাংশই তরুণ।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিক্স জানাচ্ছে তৃতীয় সপ্তাহের মত লাগাতার কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
গত ২৫ মার্চ ইউকে’তে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। এদের মধ্যে ইংল্যান্ডেই আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৩৮৯ জন।
দেশটিতে বসন্তে বুস্টার দেওয়া শুরু হয়েছে গত সপ্তাহে। ইতিমধ্যে ৪ লাখ ৭০ হাজার বুস্টার ডোজ দেয়া হয়েছে।
উল্লেখ্য, যাদের বয়স ৭৫ বছর বা তারচেয়ে বেশি অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৫০ জন। এটি আগের ৭ দিনের তুলনায় ২৬.৩% বৃদ্ধি।