সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২২, ৪:১২:৫৩ অপরাহ্ন
ছবি: টুইটার থেকে নেওয়া
অনুপম নিউজ ডেস্ক: সৌদি আরবের পানি শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র, গ্যাসক্ষেত্র ও আরামকোর এলএনজি প্লান্টে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের ৪টি স্থানে হামলা চালিয়ে বেসামরিক গাড়ি ও ঘরবাড়ির ক্ষতি করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আল শাকিক শহরে পানি শোধনাগার, দক্ষিণাঞ্চলীয় ধাহরান আল জানুব শহরে বিদ্যুৎকেন্দ্র, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর জিজানে আরামকোর এলএনজিক্ষেত্র, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত শহরে গ্যাসক্ষেত্রে হুতিরা হামলা চালিয়েছে। তথ্য এসপিএ।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া জানিয়েছে, সামরিক জোট হুতিদের ৩টি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলো সৌদির অর্থনৈতিক অঞ্চলে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে জানানো হয়। জোট বাহিনী লোহিত সাগর তীরবর্তী সৌদি শহর ইয়ানবু আরামকোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে (এলএনজি) হুতিদের হামলা ঠেকিয়ে দিয়েছে।




