রেডব্রিজের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের পক্ষে ব্যাপক জনসমর্থন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২২, ১:০৭:২৮ অপরাহ্ন
রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনের পক্ষে চার্চফিল্ড ওয়ার্ডে আজ রবিবার গণ অ্যাকশন ডে উপলক্ষে ব্যাপক জনসমর্থন পরিলক্ষিত হয়েছে।
চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনের সমর্থকরা বলছেন, রবিবারের বিকেলটি এই প্রার্থীর জন্য ছিল একটি দুর্দান্ত বিকেল। নির্বাচনী প্রচারে অহিদ উদ্দিন আজ চার্চফিল্ড ওয়ার্ডের যেখানেই গেছেন সেখানেই বাসিন্দার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁর প্রতি স্বতস্ফুর্থ সমর্থনের কথা ব্যক্ত করেন। প্রতিউত্তরে মোহাম্মদ অহিদ উদ্দিন বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সমস্ত অংশের লোকজনকে সঙ্গে নিয়ে বিদ্যমান সমস্যাসমূহ সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়ন সাধনে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।
উল্লেখযোগ্য যে, আগামী ২৭ মার্চ এবং ৬ এপ্রিল গণঅ্যাকশন ডে উপলক্ষে চার্চফিল্ড ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। লিবডেমের স্থানীয় শাখার পক্ষ থেকে উক্ত দুটি গণঅ্যাকশন ডে-তে উপস্থিত থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।