রাতভর ইবাদতের মধ্য দিয়ে সিলেটেও পালিত হয়েছে মধ্য শাবানের ফজিলতপূর্ণ রাত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২২, ১১:২৮:৪৬ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : রাতভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে সারাদেশের মতো সিলেটেও পালিত হয়েছে মধ্য শাবানের মহিমান্বিত রজনী।
গতকাল ছিল ১৮ মার্চ। আরবি মাস শাবানের ১৪ তারিখ। এ দিনের শেষের রাত শবেবরাতের রাত হিসাবে পরিচিত। এ মোবারক রাতে পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় এবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সিলেটের প্রত্যেকটি মসজিদে বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোররাও নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন ছিলেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে দোয়া করেছেন সবাই।
সিলেটের কবরস্থানগুলোতে দিনভর ছিল মানুষের ভিড়। রাতেও স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে আসেন। সিলেট শহরের সর্ববৃহৎ কবরস্থান মানিক পীরে টিলায় সারা রাত প্রিয়জনের কবর জিয়ারত করতে আসেন শত শত মানুষ। মধ্যরাতে প্রিয়জনের কবরের সামনে এসে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেন মাগফিরাতের জন্যে। নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কুরআন তেলাওয়াত করেছেন। কেউ কেউ অঝোরে কান্নায় ভেঙে পড়ে দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
মসজিদে ও বাসাবাড়িতে ইবাদতের পাশাপাশি সিলেটের ধর্মপ্রাণ মুসলমানেরা আউলিয়া আকরামের মাজারও জিয়ারত করেন। বিশেষত সিলেটের শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজারে মুসল্লিদের ভিড় ছিলে সবচেয়ে বেশি।
শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেন, ‘মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উন্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।’
রাতে মানিক পীর রহঃ টিলার কবরস্থানে
পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
রাতভর ইবাদতে মশগুল থেকে মুসলমানেরা ভোর রাতে সেহরি খেয়ে আজ নফল রোজা পালন করছেন। আজ সরকারি ছুটি।




