‘চীনের মিসাইল মেরামত কারখানা তৈরির খবর সঠিক নয়’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২২, ১২:০৫:১০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশে চীনের মিসাইল মেরামত কারখানা তৈরির খবর সঠিক নয়। এমন কোনো পরিকল্পনাও সরকারের নেই।
সোমবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো জানান, জাপানি সংবাদ মাধ্যম নিক্কিতে প্রকাশিত খবরের ব্যাখ্যা চেয়ে প্রতিবাদ পাঠানো হবে।
এর আগে রোববার জাপানি সংবাদ মাধ্যম নিক্কিতে প্রকাশিত খবর ‘বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা করেছে চীন’ – এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এরকম খবর খতিয়ে দেখার জন্য বেইজিংয়ে বার্তা পাঠাবো। চীন কখনো অন্য কোনো দেশের ভেতরে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ স্থাপনা তৈরি করে না। তবে কোনো দেশে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়তা চাইলে, চীন সহায়তা দিয়ে থাকে।




